প্রমথ চৌধুরীর জীবনী ও বাংলা সাহিত্যে তার অবদান

প্রমথ চৌধুরী 868 খ্রিস্টাব্দের 7 আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে।
প্রমথ চৌধুরী
তার পিতার নাম দুর্গাদাস চৌধুরী শিক্ষা জীবনে তিনি ছিলেন কৃতি ছাত্র 1890 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীর লাভ করেন কর্মজীবনে তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী চলিত গদ্যরীতির প্রবর্তক।  সেই সঙ্গে প্রগতিশীল বাগবৈদগ্ধ্যময়  রম্য-রচনা ছিলেন সিদ্ধহস্ত।তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র "সবুজপত্র" পত্রিকাটি ছিল তার সম্পাদিত। রবীন্দ্রনাথ শহর সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক প্রমথ চৌধুরীর গদ্যশৈলীর নিদর্শন রয়েছে চার ইয়ারী কথা বীরবলের হালখাতা রাতের কথা তেল নুন লকড়ি ইত্যাদি গদ্যগ্রন্থে। "সনেট পঞ্চাশৎ" তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। গল্পকার ও সংস্কার হিসেবে বাংলা সাহিত্যে তার বিশিষ্ট অবস্থান রয়েছে।প্রমথ চৌধুরী 1946 খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।
Next Post Previous Post