ব্লগে Google Custom search engine কিভাবে যুক্ত করবো সাথে আয় করবো

ব্লগিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল পোস্ট গুলো পাঠকের সামনে যত সহজে উপস্থাপন করা।কারন সকল পোস্ট গুলো একজন ভিজিটর যত সহজে খুজে পাবে ব্লগের পোস্ট গুলো ভিউ হওয়ার পরিমান ততোই বেড়ে যাবে।যার ফলে সাইটে ভিজিটর ও ধরে রাখা সহজ হবে।আর এ কাজের জন্য ব্লগের সার্চবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ কারনেই আপনি ব্লগে গুগলের কাস্টম সার্চ ইঞ্জিন (Google custom search engine)  যুক্ত করতে পারেন।এই সার্চ ইঞ্জিন টি শুধুমাত্র আপনার ব্লগের পোস্ট গুলোই শো করবে।যার ফলে খুব সহজেই আপনার ব্লগের ভিউস বাড়াতে পারেন।এবং এর পাশাপাশি আপনার ব্লগে এডসেন্স চালু থাকলে আয়ের পরিমান বাড়িয়ে নিতে পারবেন।
গুগল কাস্টম সার্চ ইঞ্জিন'টি আপনাকে যে সকল সুবিধা দিবে-
💥আপনার ব্লগের পোস্ট গুলো খুব সহজেই খুজে পেতে সাহায্য করে।
💥এডসেন্স এপ্রুভ সাইট হলে আয়ের পরিমার বাড়াতে সাহায্য করে।

আয়ের পরিমান যেভাবে বৃদ্ধি পাবে - যখন আপনি এই সার্চ ইঞ্জিন'টিতে সার্চ অপশন যুক্ত করবেন তখন সার্চ রেজাল্টের মধ্যে সার্চ সম্পর্কিত এডস দেখবে।যার ফলে এডস ক্লিকের পরিমান বৃদ্ধি পাবে।এবং আপনার আয় ও বাড়িয়ে দিবে।

কিভাবে যুক্ত করবেন এই সার্চবার-প্রথমে এই লিংকে গিয়ে আপনার ওয়েব সাইটের তথ্য দিন!নিচের স্ক্রিনশট ফলো করুন!
আপনার ব্লগের এড্রেস দিন।এবং ক্রিয়েট বাটন ক্লিক করুন!

Edit Search engine এ ক্লিক করুন।

সেট আপ(Set up)এ ক্লিক করুন> Ads এ ক্লিক করুন>এডস আপশটি অন করে দিন।

Look and feel ক্লিক করুন এবং সেইভ এন্ড গেট কোড ক্লিক করুন!

কোড গুলো কপি করা হলে আপনার ব্লগারের কন্ট্রোল প্যানেলে যান।
★Leyout>Add gadget>Html and javascript
এবার কপি করা কোড গুলো দিন এবং সেভ করুন।তাহলেই কাজ শেষ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url