গুগল তৈরির ইতিহাস এবং google নাম দেওয়া হয় যেভাবে

বর্তমানে পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল।গ্রাহক যে বিষয়ে সার্চ করুক না কেন তার সাথে সম্পর্কিত সব চাইতে কার্যকর ফলাফল প্রদান করছে গুগল।আমরা কোন কিছু সার্চ করলে সাথে সাথে এই গুগল শত শত রেজাল্ট দেখায় যেগুলো যুক্তিযুক্ত, মানসম্মত এবং যেগুলো সর্বাধিক মানসম্পন্ন রেজাল্ট গুলো উপরে দেখায় ।
গুগলের শুধুমাত্র সার্চ ইঞ্জিন বাদেও আরো বহুজাতিক ব্যবসা রয়েছে। এবং গ্রাহককে সর্বাধিক সুবিধা প্রদানের মাধ্যমে এটি বিশ্বের এক নম্বর স্থান দখল করে নিয়েছে। এবং গুগলের সেবার মানের কারণে গ্রাহকের এর উপর কৌতুহলও কম নয়। তাহলে আসুন জেনে নেয়া যাক গুগল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর যাত্রা শুরু হয় কিভাবে এই সম্পর্কে!
ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এরা ছিলেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএসডির দুজন ছাত্র। তখন সময়টা ছিল ১৯৯৬ সাল।তখনকার সার্চ ইঞ্জিনগুলো ছিল, সার্চ করা বিষয় গুলো কতবার সার্চ ইঞ্জিনের পাতায় এসেছে তার উপর ভিত্তি করে তারা রেজাল্ট দেখাতো।যার ফলে সর্বাধিক যুক্তিযুক্ত ফলাফল পাওয়া যেত না।তাই তাদের বিষয় ছিল এমন একটি সার্চ ইঞ্জিন  বানানোর যা তখনকার বর্তমান সার্চ ইঞ্জিন থেকে ভিন্ন হবে এবং সর্বাধিক যুক্তি যুক্ত ফলাফল দেখাবে।যার ফলে ব্যবহারকারী সর্বাধিক সেবা পাবে।

এটি সার্চ টার্মের  সাথে অন্যান্য ওয়েবসাইট গুলো  কতটা সম্পর্কযুক্ত তার ওপর নির্ভর করে ফলাফল দেখাবে।
ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন প্রথমে এটিকে পেজরেঙ্ক  নামে আখ্যায়িত করেন।
এবং তাদের এই সার্চ ইঞ্জিনের নাম রাখা হয় "ব্যাকরাব" এটির নাম এরকম রাখার প্রধান কারণ হচ্ছে,তারা ওয়েবসাইটটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য ওয়েব সাইটের ব্যাকলিংক যাচাই করত।পরবর্তীতে এর নাম ভুল করে রাখা হয় "googol"এর মানে হচ্ছে একটি সংখ্যার পেছনে 100 শূন্য রয়েছে।আর এরকম নামকরণ করার কারণ হচ্ছে তারা চেয়েছিল ব্যবহারকারীকে বিপুল পরিমাণ তথ্য সরবরাহ করতে।
প্রথমে যখন সার্চ ইঞ্জিনটি  যাত্রা শুরু করে তখন এটি চলত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট এর অধীনে।এবং গুগল এর ঠিকানা ছিল google.stanford.edu এবং z.stanford.edu
১৫ সেপ্টেম্বর ১৯৮৭ সালে googl.com নামে তাদের ডোমেইন নিবন্ধিত হয় এবং তারা কর্পোরেট হিসেবে যাত্রা শুরু করে।
এবং তারা গুগল কে পরিচালনা করতো সুজান ওজচিচকি নামক  একটি গ্যারেজ থেকে যেটি ছিল তাদের এক বন্ধুর।এবং গুগলে প্রথম নিয়োগ পান স্টানফোর্ডের ফেলো পিএইচডি ডিগ্রি প্রাপ্ত একজন ছাত্র।

তাদের একমাসে ১ বিলিয়ন ইউনিক ভিজিটর পার হয় ২০১১ সালের  মে মাসে।২০১০ সালের মে মাস হতে যা ছিল ৮.৪ ভাগ বেশি।এবং তার ২০১২ সালে বার্ষিক আয় করেন ৫০ মিলিয়ন ডলার এটি ঘোষনা দেন ২০১৩ সালের জানুয়ারি মাসে।যা ছিল ২০১১ সাল হতে ১২ বিলিয়ন ডলার বেশি।
গুগল সদরদপ্তর গুগলপ্লেক্স
প্রথমে এটি প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত
হলেও পরবর্তিতে তা পাবলিক কোম্পানিতে রুপান্তরিত হয়।
ল্যারি পেজ ও সের্গেই ব্রিন
 গুগল সম্পর্কে আরো কিছু তথ্য-

প্রাক্তন নাম
গুগল ইনকর্পোরেটেড (১৯৯৮—২০১৭)
ধরন
অধীনস্থ
শিল্প
  • ইন্টারনেট
  • সফটওয়্যার
  • হার্ডওয়্যার
প্রতিষ্ঠাকাল৪ সেপ্টেম্বর ১৯৯৮ (২০ বছর আগে) মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
প্রতিষ্ঠাতাসমূহ
  • ল্যারি পেজ
  • সের্গেই ব্রিন
সদরদপ্তর১৬০০ এম্পিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্র
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
  • সুন্দর পিচাইচ (প্রধান নির্বাহী কর্মকর্তা)
  • রুঠ পোরাট (প্রধান অর্থনৈতিক কর্মকর্তা)
কর্মীসংখ্যা
৮৫,০৫০ (২০১৮)
মূল প্রতিষ্ঠানআলফাবেট ইনকর্পোরেটেড (২০১৫—বর্তমান)
ওয়েবসাইটgoogle.com
Next Post Previous Post
4 Comments
  • MD Habibur Rahman
    MD Habibur Rahman ১৩ জুলাই, ২০১৯ এ ৯:২৫ PM

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

  • MD Habibur Rahman
    MD Habibur Rahman ১৩ জুলাই, ২০১৯ এ ৯:২৬ PM

    এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    • gganbitan.com
      gganbitan.com ১৪ জুলাই, ২০১৯ এ ২:০৮ PM

      সুপ্রিয় পাঠক ধন্যবাদ আপনাকে!
      এরকম আরো পোষ্ট পেতে আমাদের সাথে থাকুন!

  • uttam
    uttam ৬ নভেম্বর, ২০১৯ এ ৬:৩৮ PM

    Really nice post

Add Comment
comment url