মীর মশাররফ হোসেনের জীবনী - Mir Musharraf Hussain life history

১৮৪৭ খ্রিস্টাব্দে ১৩ ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনী পাড়ায় মীর মশাররফ হোসেনের জন্ম।তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন প্রচুর ধন-সম্পদের মালিক। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশিদুর অগ্রসর না হলেও মীর মশাররফ হোসেন ফরিদপুর নবাব এটেস্ট ও দেলদুয়ার এটেস্টে চাকরি করে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন।
মীর মশাররফ হোসেন বিসিএস
এরপর তিনি কলকাতা ও পরে পদমদিতে অনেকদিন অবস্থান করেন। ছাত্র জীবনে "সংবাদ প্রভাকর" পত্রিকায় তার রচনা প্রকাশিত হয়। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক হিসেবে তিনি খ্যাত। তার উল্লেখযোগ্য রচনা আর মধ্যে রয়েছে নাটক: বসন্তকুমারী, জমিদার দর্পণ, এর উপায় কি। গদ্য :বিষাদ-সিন্ধু, নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানী, ফাঁস কাগজ প্রভৃতি। মহররমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত "বিষাদ-সিন্ধু" তার বিস্ময়কর সৃষ্টি।  তার রচিত মহাকাব্য ধর্মী উপন্যাস বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।মীর মোশারফ হোসেন ১৯১১ খ্রিষ্টাব্দের ১৯ শে ডিসেম্বর মৃত্যুবরণ করে।
Next Post Previous Post