বক্স অফিস হিসেবে হিট করা টপ টেন সাউথ ইন্ডিয়ান তেলেগু মুভি
ইন্ডিয়ায় বলিউডের পরই সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রিজ রাজত্ব চলে।
সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের মধ্যে অন্যতম মুভি ইন্ডাস্ট্রি হচ্ছে তেলেগু। তেলেগু
ভাষায় বছরে প্রায় অনেক মুভি বের হয়। কোনটার বাজেট বলিউডের মুভি থেকেও বেশী। আজ আমি
আপনাদেরকে জানাবো বক্স অফিস হিসেবে টপ টেন তেলেগু মুভি সম্পর্কে। সর্বকালের এমন
দশটি মুভি সম্পর্কে জানাবো যার বাজেট আকাশচুয়া! 
তাহলে আসুন, শুরু করা যাক, আজকের বেস্ট টপ টেন পোস্ট.....
![]()  | 
| বক্স অফিস হিসেবে টপ টেন তেলেগু মুভি [Alltime] | 
১০. টপ টেন লিস্টের ১০ নাম্বারে থাকবে সুপার স্টার মহেশ বাবুর ভারত আনে
নেনু। রাজনৈতিক প্লট নিয়ে তৈরী মুভিটার লীড রোলে মহেশ বাবুর সাথে অভিনয় করেন বলিউড
নায়িকা কিয়ারা আদভানি এবং ভিলেন রোলে অসাধরন অভিনয় করেন প্রকাশ রাজ স্যার। পুরো মুভি একশনে ভরপুর। রুমান্স কমেডিও প্রয়োজন অনুযায়ী যতেষ্ট থাকায়
মুভি দেখার আগ্রহ বেড়ে যায়।
· মুভি নেইমঃ ভারত আনে নেনু (Bharat
Ane Nenu)
·  ধরণঃ একশন, ড্রামা
·  পরিচালকঃ কোরাতালা শিভা
·   কাস্টঃ মহেশ বাবু, প্রকাশ রাজ
·   আইএমডিবি  রেটিং-৭.৭/১০
·    বাজেটঃ ৬৫০ মিলিয়ন
·    ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ৯১ কোটি
·     ভার্ডিক্টঃ হিট
·    রিলিজ ডেটঃ ২০১৮
০৯. টপ টেন লিস্টের ০৯ নাম্বারে আবারো সুপার স্টার মহেশ বাবুর মহর্ষী। মোটিবেশনাল
স্ক্রীপ্ট নিয়ে তৈরী মুভিটার লীড রোলে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেন সাউথ বিউটি
পুজা হেগ। হালকা একশন, সাথে বন্দুত্বের বন্ধন পুরো মুভিতে চোখ ফেরানো যায় না।
·   মুভি নেইমঃ মহর্ষী (Maharshi)
·   ধরণঃ একশন, ড্রামা
·   পরিচালকঃ ভামশী পাইদিপালি
·   কাস্টঃ মহেশ বাবু, পুজা হেগ, আল্লারী নারেস, প্রকাশ
রাজ
·   আইএমডিবি রেটিং-৭.৩/১০
·    বাজেটঃ ১.৩ বিলিয়ন
·    ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ১০১ কোটি
·     ভার্ডিক্টঃ হিট
·     রিলিজ ডেটঃ ২০১৯
০৮. টপ টেন লিস্টের ০৮ নাম্বারে মেগা স্টার চীরঞ্জিবীর কয়েদি নং-১৫০। কৃষি
সমস্যা  নিয়ে তৈরী মুভিটার লীড রোলে মহেশ
বাবুর বিপরীতে অভিনয় করেন বিউটি কুইন সামান্তা ও কাজল আগারওয়াল। একশন, রুমান্স,
ইমোশনের ফুল প্যাকেজ।
· মুভি নেইমঃ কয়েদি নং-১৫০ (Khaidi
No-150)
· ধরণঃ একশন, ড্রামা
· পরিচালকঃ বি.বি বিনায়ক
·কাস্টঃ চীরঞ্জীবি, রামচরণ, কাজল আগারওয়াল,
সামান্তা
·  আইএমডিবি রেটিং-৬/১০
·  বাজেটঃ ৫০০ মিলিয়ন
·  ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ১০৪ কোটি
·   ভার্ডিক্টঃ সুপার হিট
·  রিলিজ ডেটঃ ২০১৭
০৭. সাত নাম্বারে ১৯৮০ দশকের শাসক-শোসিত-এর বাস্তব চিত্র ভিত্তিক মুভি
রাঙ্গাস্থালাম। মুভিটার লীড রোলে চীরঞ্জীবি পুত্র রামচরণের বিপরীতে অভিনয় করে্ন
এক্সপেশন কুইন সামান্তা আখিনেনি। ভিলেনের চরিত্রে অসাধারণ অভিনয় করেন সাউথের প্রথম
সারির ভিলেন জগপাতি বাবু
·      মুভি নেইমঃ রাঙ্গাস্থালাম
(Rangasthalam)
·        
ধরণঃ একশন, ড্রামা
·        
পরিচালকঃ সুকুমার
·        
কাস্টঃ রামচরণ, সামান্তা, জগপাতি বাবু
·        
আইএমডিবি রেটিং-৮.৪/১০
·        
বাজেটঃ ৫০০ মিলিয়ন
·        
ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ১২২ কোটি
·        
ভার্ডিক্টঃ ব্লকবাস্টার
·        
রিলিজ ডেটঃ ২০১৮
০৬. ছয় নাম্বারে একশন ড্রামা ভিত্তিক মুভি সারেলু নেকাভেরু। মুভিটার লীড
রোলে সুপার স্টার মহেশ বাবুর বিপরীতে অভিনয় করে্ন ইয়ং লেডি সুপার স্টার রাশমিকা
মান্দানা। ভিলেনের চরিত্রে  অভিনয় করেন
সাউথের প্রথম সারির ভিলেন প্রকাশ রাজ স্যার।
·        
মুভি নেইমঃ সারেলু নেকাভেরু
(Sarileru Neekevvaru)
·        ধরণঃ একশন, ড্রামা
·        পরিচালকঃ অনিল রাভি পুরি
·   কাস্টঃ মহেশ বাবু, রাশমিকা মান্দানা, প্রকাশ রাজ
·        
আইএমডিবি রেটিং-৬/১০
·        
বাজেটঃ ৭০০ মিলিয়ন
·        
ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ১৩২ কোটি
·        
ভার্ডিক্টঃ ব্লকবাস্টার
·        
রিলিজ ডেটঃ ২০২০
০৫. পাচ নাম্বারের জায়গাটা বরাদ্ধ মেগা স্টার চীরঞ্জীবের ঐতিহাসিক ড্রামা
ভিত্তিক মুভি সায়রা নারসিমহা রেড্ডির জন্য। বৃটিশ খেদাও আন্দোলনের তেলেগুর প্রথম
সারির দেশ প্রেমিক সায়রা নারসিমহা রেড্ডির জীবনী নিয়ে নির্মিত মুভিটি অবশ্যই আপনার
দেখা উচিত। একশনের সাথে হৃদয় বিদারক দৃষ্য অবশ্যই আপনার মন নাড়াবে।
·  মুভি নেইমঃ সায়রা নারসিমহা
রেড্ডি (Syeraa Narsimha Reddy) 
·   ধরণঃ একশন, ড্রামা
·   পরিচালকঃ সুরেন্দর রেড্ডি
· কাস্টঃ চীরঞ্জীবি, তামান্না ভাটিয়া, অজয় দেবগান,
নয়নতারা, সুধিপ, বিজয় সেতুপাটি
·     আইডিবিএম রেটিং-৭.৫/১০
·    বাজেটঃ ২ বিলিয়ন
·    ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ১৪৪ কোটি
·     ভার্ডিক্টঃ বিলো এভারেজ
·      রিলিজ ডেটঃ ২০২০
০৪. স্টাইলিস্ট স্টার আল্লু অর্জুনের আলা বাইকুন্টা পুরামলো চার নাম্বারে।
সহজ সরল গল্পকে অসাধারণ ডাইরেকশনে পরিচালক বাজিমাত করেছেন। পুজা হেগকে সাথে নিয়ে
আল্লু অর্জুনের ইন্ডাস্ট্রিজ হিট মুভি আপনাকে অবশ্যই দেখতে হবে।
·        মুভি নেইমঃ আলা বাইকুন্টা
পুরামলো (Ala Vaikunthapuramlo) 
·        ধরণঃ ফেমেলি ড্রামা
·     পরিচালকঃ ত্রিবিক্রম শ্রিনিবাস
·      কাস্টঃ আল্লু অর্জুন, পুজা হেগ, টাবু, শুসান্ত
·        
আইএমডিবি রেটিং-৭.৫/১০
·        
বাজেটঃ ২ বিলিয়ন
·        
ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ১৬০ কোটি
·        
ভার্ডিক্টঃ ইন্ডাস্ট্রিজ হিট (নন বাহুবলী)
·        
রিলিজ ডেটঃ ২০২০
০৩. বাহুবলী স্টার প্রভাসের অন্যতম বাজে কাজ সাহো। এলোমেলো গল্প, বাজে
ডাইরেকশন মোট কথা শুধুমাত্র প্রভাসের স্টারডমের কারণেই বক্স অফিস হিসেবে তিনে
জায়গা নিয়েছে। প্রভাসের সাথে বলিউডের শ্রদ্ধা পর্দা শেয়ার করেন।
·        
মুভি নেইমঃ সাহো (Saaho) 
·        
ধরণঃ একশন, ড্রামা
·        
পরিচালকঃ সুজিত
·         কাস্টঃ প্রভাস, শ্রদ্ধা, নীল নিতিন মুখেশ, অরুন
বিজয়, চুনকি পান্ডে 
·        
আইডিবিএম রেটিং-৫.২/১০
·        
বাজেটঃ ৩ বিলিয়ন
·        
ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ২১৩ কোটি
·        
ভার্ডিক্টঃ বিলো এভারেজ
·        
রিলিজ ডেটঃ ২০১৯
০২. ইতিহাস সৃষ্টিকারী বাহুবলী সিরিজের প্রথম পর্ব বাহুবলী দ্যা বেগেনিং।
বাহুবলী সম্পর্কে লিখে প্রকাশ করা সম্ভব না। ঐতিহাসিক ড্রামা মুভিটি যে দেখবে সেই
প্রেমে পরে যাবে শিওর।
·      মুভি নেইমঃবাহুবলী দ্যা বেগেনিং (Bahubali-1) 
·       ধরণঃ ঐতিহাসিক একশন ড্রামা
·       পরিচালকঃ এসএস রাজমৌলি
·       কাস্টঃ প্রভাস, তামান্না, আনুষ্কা, সত্যজিত,
রামাইয়া, রানা   
·        
আইডিবিএম রেটিং-৮.১/১০
·        
বাজেটঃ 
·        
ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ৩১০ কোটি
·        
ভার্ডিক্টঃ ইন্ডাস্ট্রিজ হিট
·        
রিলিজ ডেটঃ ২০১৫
০১. হুম, নিঃসন্দেহে বক্স অফিস হিসেবে তেলেগুতে এক নাম্বারে থাকবে বাহুবলী
দ্যা কনক্লোশন। বেশী কিছু বলব, না, জাস্ট বলব, বাহুবলী দেখে যদি আপনার ভালো না
লাগে তাইলে সত্য আপনি মুভিখোর না।
·        মুভি নেইমঃ বাহুবলী দ্যা
কনক্লোশন (Bahubali-2) 
·        
ধরণঃ 
ঐতিহাসিক একশন ড্রামা
·        
পরিচালকঃ এসএস রাজমৌলি
·      কাস্টঃ প্রভাস, তামান্না, আনুষ্কা, সত্যজিত,
রামাইয়া, রানা   
·        
আইডিবিএম রেটিং-৮.২/১০
·        
বাজেটঃ ৩ বিলিয়ন
·        
ওয়ার্ডওয়াইড শেয়ারঃ ৮১৩ কোটি
·        
ভার্ডিক্টঃ ইন্ডাস্ট্রিজ হিট
·        
রিলিজ ডেটঃ ২০১৮
অসংখ্য ধন্যবাদ পোস্ট সম্পুর্ণ পড়ার জন্য। আশা করি আমাদের সাথেই
থাকবেন। নিত্য নতুন টপ টেন পোস্ট পেতে জ্ঞান বিতানের সাথেই থাকুন। 
![বক্স অফিস হিসেবে টপ টেন তেলেগু মুভি [Alltime] বক্স অফিস হিসেবে টপ টেন তেলেগু মুভি [Alltime]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjplEs63NzGKpgifgT6Wh0HaFec94jaKF-Lte5k5ZS89jHj0LinRN5f2K9Z2BOmsdkxwZNy_-dBKKcN0jH3DpS0S-SPAqE1xwL641xkOq2ebYaoWBTucL4bXelX3xWQ2bfVjet-Nm78NrvI/s320/toptentelumovie.jpg)