Bangla Dhadha - বাংলা নতুন ধাঁধা

Here is some bangla dhadha for all of you. We have collected these bangla dhadha from some trusted source. These all dhadhas are very nice and funny. If any one read these dhadha, they will ejnoy and will laugh for every line.

Bangla dhadha list

নতুন ধাঁধা

(১) যুক্তি দেওয়া অঙ্ক প্রথার আবিস্কারক কে? পারিস যদি চট করে তার নামটা বলে দে?
উত্তরঃ জর্জ বুল।

(২) কোন সে বাঙ্গালি, খৃষ্টান হলো হতে ইংরেজি কবি, বাঙলা ভাষায় অবশেষে হলো যুগান্তর এক কবি।
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

(৩) বনের সঙ্গে গ্রাম, বল স্টেশনের নাম?
উত্তরঃ বনগাঁ।

(৪) চারটি আখরে যত দাও নাও যাবে না মাপা কী গোনা একে তিনে হেথা বিজ্ঞানী করে পরমানু গবেষনা।
উত্তরঃ ভালোবাসা।

(৫) দেশ থেকে যাও দেশান্তরে নেই খরচের ভয় যতই ঘোরো নেইকো মানা খেললে খেলা নয়।
উত্তরঃ গ্লোব দেখা।

(৬) সদাই বাড়ায় চাঁদ পানে হাত কেটে মাথা দেয় মন পেট পড়ে গেলে আর এক বিপদ ঘটতে পারে প্লাবন।
উত্তরঃ বামন।

(৭) ব্যবহার একেই কয় মাথা গেলে পা রয়।
উত্তরঃ আচরণ।

(৮) মুন্ডু কেটে খায় পেট গেলে প্রাণ পায় দেশটা এমন উন্নত সকলে জয় গায় কত।
উত্তরঃ জাপান।

(৯) মাথা কাটলে মূল্য পাবে এবং একে শেষ তিন অক্ষরে কাকু জানায় ভাইপোর উদ্দেশে।
উত্তরঃ আদর।

(১০) শেষ দিয়ে শুরু কর দুটি অক্ষরে, একে তিনে ‘এটি’ বল সাধু ভাষা ধরে, একে চারে আফসোস স্বর তুলে গলে অতীতের কথা চারি অক্ষরে বলে।
উত্তরঃ ইতিহাস।

(১১) অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস।
উত্তরঃ লবণ।

(১২) ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে।
উত্তরঃ তালাচাবি।

(১৩) বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় দেয় বারবার।
উত্তরঃ সিঁদুর।

(১৪) ঢোকেনা, তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?
উত্তরঃ হাতের চুড়ি।

(১৫) আইছি কাজে, কইনা লাজে, আছে দুই লরা তার মাঝে।
উত্তরঃ গাভির দুধ।

(১৬) ঘসা দিলে মিটে আশা নইলে পড়ে সব নিরাশা।
উত্তরঃ ম্যাচ।

(১৭) বুড়োদের ন’বার ছ’বার ছোকরাদের একবার।
উত্তরঃ সুই সুতা পরান।

(১৮) ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়েছরে পড়ে আঠা, বল, কি বুঝেছিস বেটা?
উত্তরঃ দোয়াত, কলম, কালি।

(১৯) দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া।
উত্তরঃ যাতি দ্বারা সুপারি কাটা।

(২০) হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা।
উত্তরঃ শার্ট।

(২১) পাচ বেটায় ধরে, বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে।
উত্তরঃ ভাত খাওয়া।

(২২) এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে।
উত্তরঃ দরজার খিল। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url