রবি সিমে Mb শেষ হলেও এখন টাকা কাটবে না

বর্তমানে আমরা সকলেই ইন্টারনেট ব্যাবহার করি।কিন্তু সমস্যা হলো আমাদের যখন মোবাইল ডাটা বা এমবি (MB) শেষ হয়ে যায় সমস্যা দেখা যায় ঠিক তখনই। এমবি শেষ হয়ে গেলে অমনি ঘ্যাচাং ফু! ফোনের টাকা উধাও!
এ কারনেই আমরা খুজি ডাটা অন থাকলেও টাকা কাটবে না এরকম কোন যাদুকরী টোটকা! যারা এই টোটকা খুজেছেন আজকের লেখা তাদের জন্যই। এখন আর রবি সিমে Mb শেষ হলে টাকা কাটবে না।

মোবাইল ডাটা বা এমবি শেষ হয়ে গেলে অমনি টাকা কেন কাটে? এর একটাই উত্তর কোম্পানি কি আপনার শশুর লাগে যে এমবি শেষ হবে আর আপনি আরামছে ইন্টারনেট ব্রাউজ করতে থাকবেন!  ইন্টারনেট শেষ হয়ে গেলে অমনি যে টাকা কাটে এটিকে বলার হয় পিপিউ ( পে পার ইউজ) অর্থাৎ আপনার ক্রয়কৃত নির্ধারিত ডাটা প্যাক শেষ হয়ে গেলে আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন না করে আপনার ব্যবহৃত ইন্টারনেট এর একটি স্টান্ডার্ড চার্জ নির্ধারিত করা থাকে।যেমন ১ এমবি ১ টাকা।এখন আপনি যত মেগা বাইট ইন্টারনেট খরচ করবে তত টাকা খরচ হতে থাকবে আপনার।

আজ আমরা দেখবো রবি সিমে টাকা কাটা বন্ধ করার উপায়।
যার ফলে রবি সিমের এমবি শেষ হয়ে গেলেও আর টাকা কাটবে না।

প্রথমে রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড *8444# ডায়াল করুন।কোডটি ডায়াল করলে আপনার সামনে এমন একটি মেনু আসবে।
রবি সিমের টাকা কাটা বন্ধ করার উপায়
এখান থেকে 4 নম্বর অপশন সিলেক্ট করুন। এবং সেন্ট বাটনে প্রেস করুন।
রবি সিমের টাকা কাটা বন্ধ করার নিয়ম
এর পরে 1 নং অপশন সিলেক্ট করে সেন্ট করুন।
রবি সিমে টাকা কাটা বন্ধ করার কোড
আপনার PPU সার্ভিস - টি বন্ধ হয়ে গিয়েছে।
এবং এরপরে আর আপনার রবি সিমে mb না থাকলেও টাকা কাটবে না।
Next Post Previous Post
2 Comments
  • নামহীন
    নামহীন ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ এ ৪:২৭ PM

    ধন্যবাদ আপনাকে🙂

    • নামহীন
      নামহীন ১১ এপ্রিল, ২০২৩ এ ৬:২৮ AM

      এইটা বন্ধ করার পরেও কেন আমার টাকা কাটে

Add Comment
comment url