মোবাইল কমিউনিকেশন কি এবং কিভাবে কাজ করে - what is mobile communication


কলেজ থেকে বাড়ি ফেরার পথে কামালের মনে হলাে বন্ধু সমীর কেন আজ কলেজে আসেনি তা খােজ নিতে হবে।কামালের পকেটে রাখা মােবাইল ফোন থেকে কামাল সমীরের মােবাইল ফোনে কল করল, কিন্তু সমীর কলটি রিসিভ করল। তখন কামাল সমীরের বাসার ল্যান্ডফোনে কল করল। এবার সমীর কামালেরর বাসার ল্যান্ডফোনে কল করল । এবার সমীর কামালের কলটি রিসিভ করল এবং তার খােজখবর নিল।

মোবাইল কমিউনিকেশন 
নিশ্চয়ই বুঝতে পারছেন, কামালের পকেটে রাখা মােবাইল ফোনটি ও সমীরের মােবাইল ফোনটি হলাে দুটি চলনশীল ডিভাইস এবং সমীরের বাসার ল্যান্ডফোনটি একটি স্থির ডিভাইস। এভাবে দুটি চলনশীল ডিভাইস বা একটি চলনশীল ও
অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহৃত প্রযুক্তিই মােবাইল যােগাযােগ নামে পরিচিত। মূলত মােবাইল ফোন হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে ফুল ডুপ্লেক্স বা দ্বিমুখী রেডিও লিংক ব্যবহার করে অপর একটি ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযােগ স্থাপন করা হয়।

মােবাইল ফোন প্রযুক্তি দুধরনের ডিভাইসের সমন্বয়ে
গঠিত। একটি চলমান ডিভাইস, যা গ্রাহকের নিকট
থাকে। একে বলা হয় Mobile Unit/ Mobile
Handset, অন্যটি স্থির ডিভাইস যা সার্ভিস প্রদান।
করে তাকে বলা হয় Land Unit বা বেস স্টেশন।
মােবাইল ফোন সার্ভিস প্রােভাইডার তার সার্ভিস
এলাকাকে ছােট ছােট অংশে ভাগ করে, যার প্রতিটি
ভাগকে বলা হয় সেল (Cell)। সেলগুলাের মধ্যে।
আন্তঃসংযােগ ব্যবস্থা থাকে।

সংযােগ স্থাপন করা অবস্থায় যেকোনাে একজন বা উভয় ব্যবহারকারী কল অবিচ্ছিন্ন রেখে এক বা একাধিক বেস স্টেশন বা
সেল পরিবর্তন করতে পারেন। এজন্য মােবাইল হ্যান্ডসেট সেলুলার ফোন, সেল ফোন বা হ্যান্ডফোন নামেও পরিচিত।
একটি অ্যান্টেনা এবং কিছু ইলেকট্রনিক ডিভাইসসহ একটি ছােট অফিস নিয়ে এক একটি সেল গঠিত হয়ে থাকে,অ্যান্টেনাসহ ছােট অফিসকে বলা হয় বেস স্টেশন।প্রতিটি বেস স্টেশন কন্ট্রোল করা হয় মােবাইল সুইচিং সংযােগ দিয়ে। এক্ষেত্রে ব্যবহারকারী শনাক্ত করা, ব্যবহারকারীর।চাহিদা অনুযায়ী বিভিন্ন সার্ভিস প্রদান, কল সংযােগ প্রদান, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম ইত্যাদি কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। সাধারণত একটি সেলের আকার 1 থেকে 12 কিলােমিটার পর্যন্ত হতে পারে।
মােবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে যেকোনাে ব্যবহারকারী পাবলিক টেলিফোন নেটওয়ার্কের সাহায্যে বিভিন্ন মােবাইল অপারেটরের অন্য একটি মােবাইল ফোনে বা ফিক্সড ফোনের ব্যবহারকারীর সাথে যােগাযােগ করতে পারেন। মােবাইল হ্যান্ড সেটে এক ধরনের মাইক্রোচিপ বা সিম (SIM - Subscriber Identity Module) কার্ড থাকে, যা মােবাইল

অপারেটরের সাথে সংযােগ স্থাপন, ব্যবহারকারী শনাক্তকরণ, অন্যান্য মােবাইলের সাথে কল আদান-প্রদানের অনুমােদন,ব্যবহৃত ফোন নম্বর শনাক্তকরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। আধুনিক মােবাইল ফোনে, অতিরিক্ত কিছু সেবা প্রদান এবং . অ্যাসেসরিজ সাপাের্ট করে, যেমন : SMS (Short Message Service), MMS (Multimedia Message Service),
GPS (Global Positioning System), MP3 Player, E-Mail, ইন্টারনেট অ্যাকসেস, গেমিং, ওয়্যারলেস কমিউনিকেশন
(ইনফ্রারেড বা বুটুথ), স্টিল ও ভিডিও ক্যামেরা প্রভৃতি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url