যৌতুক একটি সামাজিক ব্যাধি ভাব সম্প্রসারণ

বর্তমান সমাজ ব্যবস্থার শিরা উপশিরায় যৌতুক নামের ক্ষতের দুর্গন্ধ বিরাজ করছে। এর নেতিবাচক ফল হিসেবে সমাজে দেখা দিচ্ছে অশান্তি, নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন।
যৌতুক নামের এ ব্যাধি সমাজকে করছে অভিশপ্ত।
সম্প্রসারিত ভাব : কন্যাকে পাত্রস্থ করার সময় তার অভিভাবক যে অর্থ-সম্পদ দিয়ে থাকে তাকেই যৌতুক হিসেবে গণ্য করা হয়।অন্য কথায়, বিয়ের পর বরপক্ষ কন্যাপক্ষের নিকট থেকে জোর করে বা বাধ্য করে যে অর্থ-সম্পদ আদায় করে তাই যৌতুক। তবে
যৌতুকের সংজ্ঞা যাই হােক না কেন, এর বিষাক্ত ছােবলে আক্রান্ত আমাদের গােটা সমাজ। বেশ গভীরে প্রােথিত এর শিকড়। যৌতুক প্রথাটি সমাজে এমনভাবে আজ জড়িত যেন এটা ছাড়া বিয়ে অনুষ্ঠান কল্পনাও করা যায় না। আমাদের সমাজজীবনে যৌতুক প্রথা তাই এক বিরাট অভিশাপ হিসেবে ডানা মেলছে প্রতিনিয়ত। নারীদের জন্য যৌতুক প্রথা যে কত ভয়ঙ্কর তা প্রতিদিন পত্রিকার পাতা।খুললেই চোখে পড়ে। যৌতুকের কারণে নির্যাতনের বর্বর চিত্র দেখে পাষাণের বুকও ভয়ে কেঁপে উঠে। যৌতুক নিয়ে পারিবারিক বিরােধ এবং সংঘাতের তীব্র মাত্রা আজ নিত্য নৈমিত্তিক ব্যাপার।

Next Post Previous Post
1 Comments
  • রুপম
    রুপম ১৮ নভেম্বর, ২০১৯ এ ১:১০ PM

    সুন্দর হয়েছে!

Add Comment
comment url