বিভিন্ন পরিক্ষায় কমন উপযোগী বাংলাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ক ৬১ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

বিভিন্ন চাকরি পরিক্ষা এবং অন্যান্য পরিক্ষায় কমন উপযোগি ৬১ টি প্রশ্ন।প্রশ্ন গুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তি যুদ্ধ কালীল সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা হয়েছে।এগুলো আপনার বিভিন্ন পরিক্ষায় সহযোগিতা করবে।সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর দিতে পারবেন।

প্রশ্ন ১:বঙ্গবন্ধুর শাসনকাল উল্লেখ কর?
উত্তর : ১৯৭২ থেকে ১৯৭৫ সাল

প্রশ্ন ২:বঙ্গবন্ধুকে কত তারিখে গ্রেপ্তার করা হয়?
উত্তর : ২৫ মার্চ ১৯৭১ দিবাগত রাত্রে।

প্রশ্ন ৩:বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন কে ও কখন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ '৭১ প্রথম প্রহরে স্বাধীনতা ঘােষণা করেন।

প্রশ্ন ৪:বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক রাখা হয়?
উত্তর : পশ্চিম পাকিস্তানের মিয়ানওয়ালী নামক কারাগারে বঙ্গবন্ধুকে আটক রাখা হয়।

প্রশ্ন ৫:পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে কত তারিখে মুক্তি দেয়া হয়?
উত্তর : ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

প্রশ্ন ৬:বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন কবে?
উত্তর : ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

প্রশ্ন ৭: ১০ জানুয়ারি কি দিবস হিসেবে পালিত হয়?
উত্তর : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

প্রশ্ন ৮:মুক্তিযুদ্ধে কত লক্ষ লােক শহীদ হন?
উত্তর : ৩০ লক্ষ লােক শহীদ হন।

প্রশ্ন ৯:যুদ্ধের সময় ভারতে কত লােক আশ্রয় নিয়েছিল?
উত্তর : প্রায় ১ কোটি লোেক ভারতে আশ্রয় নিয়েছিল।

প্রশ্ন ১০: নতুন সরকারের (বঙ্গবন্ধু সরকার) তিনটি সমস্যা (চ্যালেঞ্জ) লেখ।
উত্তর : পুনর্বাসন সমস্যা, অর্থনৈতিক সমস্যা ও আইনশৃঙ্খলা সমস্যা।

প্রশ্ন ১১:সরকারের দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন কোনটিকে?
উত্তর : সংবিধান প্রণয়ন ।

প্রশ্ন ১২:কত তারিখে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়?
 উত্তর : ১১ জানুয়ারি ১৯৭২ সালে ।

প্রশ্ন ১৩: কত তারিখে ‘গণপরিষদ আদেশ জারি করা হয়?
উত্তর : ১৯৭২ সালের ২৩ মার্চ।

প্রশ্ন ১৪:গণপরিষদের সদস্য ছিলেন কারা?
উত্তর : ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে বাংলাদেশের অংশ থেকে নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হন।

প্রশ্ন ১৫. গণপরিষদে মােট সদস্য ছিল কত জন?
উত্তর : ৪৩০ জন।

প্রশ্ন ১৬. গণ পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছিলেন কে?
উত্তর : স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মােহাম্মদ উল্লাহ।

প্রশ্ন ১৭. গণ পরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে?
উত্তর : ১৯৭২ সালের ১০ এপ্রিল।

প্রশ্ন ১৮. খসড়া সংবিধান কমিটির প্রধান ছিলেন কে?
উত্তর : আইনমন্ত্রী ড. কামাল হােসেন।

প্রশ্ন ১৯. খসড়া সংবিধান কমিটির মােট সদস্য ছিল কতজন?
উত্তর : ৩৪ জন।

প্রশ্ন ২০. খসড়া সংবিধান কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি ছিল?
উত্তর : বেগম রাজিয়া বানু।

প্রশ্ন ২১. এই কমিটিতে স্থান পাওয়া একমাত্র বিরােধী দলের সদস্য কে ছিলেন?
উত্তর : সুরঞ্জিত সেনগুপ্ত, ন্যাপ (মােজাফফর)।

প্রশ্ন ২২. খসড়া সংবিধান কমিটি মােট কতটি বৈঠকে মিলিত হয়?
উত্তর : ৭৪টি বৈঠকে মিলিত হয়।

প্রশ্ন ২৩. খসড়া সংবিধান কমিটির প্রথম বৈঠক হয় কত তারিখে?
উত্তর : ১৯৭২ সালের ১৭ এপ্রিল।

প্রশ্ন ২৪. খসড়া সংবিধান কমিটি কোন কোন দেশ সফর করে তথ্য সংগ্রহ করেন?
উত্তর : ভারত ও যুক্তরাজ্য।

প্রশ্ন ২৫:খসড়া সংবিধান কমিটি বিভিন্ন মহল থেকে কতটি সুপারিশ পায়?
উত্তর : ৯৮টি সুপারিশ।

প্রশ্ন ২৬: গণপ্রপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে কত তারিখে?
উত্তর : ১৯৭২ সালে ১২ অক্টোবর।

প্রশ্ন ২৭: খসড়া সংবিধান বিল কোন অধিবেশনে উত্থাপন করা হয়?
উত্তর : ড. কামাল হােসেন গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে সংবিধানের খসড়া বিল উত্থাপন করেন।

প্রশ্ন ২৮: গণপরিষদে কত তারিখে সর্বসম্মতিক্রমে খসড়া বিল গৃহীত হয়?
উত্তর : ১৯৭২ সালের ৪ নভেম্বর সর্বসম্মতিক্রমে গণপরিষদে সংবিধানের খসড়া বিল গৃহীত হয়।

প্রশ্ন ২৯: গণপরিষদের সদস্যগণ কত তারিখে খসড়া সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর : ১৯৭২ সালের ১৪ ও ১৫ ডিসেম্বর।

প্রশ্ন ৩০. কত তারিখ থেকে সংবিধান কার্যকর হয়?
উত্তর : বিজয় অর্জনের ১ বছর পর অর্থাৎ ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে বাংলাদেশে সংবিধান কার্যকর হয়।

প্রশ্ন ৩১. সংবিধানে কতটি ভাগ, অনুচ্ছেদ, প্রস্তাবনা ও তফসিল আছে?
উত্তর : ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ, ১টি প্রস্তাবনা ও ৪টি তফসিল আছে।

প্রশ্ন ৩২. সংবিধানের রাষ্ট্রপরিচালনার মূলনীতি কয়টি ও কি কি?
উত্তর : ৪টি। ১. বাঙালি জাতীয়তাবাদ, ২. গণতন্ত্র, ৩. সমাজতন্ত্র ও ৪. ধর্ম নিরপেক্ষতা।

প্রশ্ন ৩৩: সংবিধানের কোনভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে?
উত্তর : তৃতীয় ভাগে।

প্রশ্ন ৩৪. সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে?
উত্তর : ৭৭ নং অনুচ্ছেদে।

প্রশ্ন ৩৫. বাংলাদেশের সংবিধান কোন ধরনের?
উত্তর : লিখিত দুস্পরিবর্তনীয় সংবিধান।

প্রশ্ন ৩৬. বঙ্গবন্ধুর শাসনামলে সংবিধান কতবার সংশােধন করা হয়?
উত্তর : ৪ বার (প্রথম থেকে চতুর্থ সংশোধনী)

৩৭. চতুর্থ সংশােধনীর মূল বৈশিষ্ট্য কী?
উত্তর : শাসনতান্ত্রিক কাঠামাের পরিবর্তন। অর্থাৎ সংসদীয় শাসনব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন।

প্রশ্ন ৩৮, বাকশাল গঠিত হয় কোন সংশােধনীর মাধ্যমে?
উত্তর : চতুর্থ সংশোধনীর মাধ্যমে।

প্রশ্ন ৩৯. বাকশালের (BAKSAL) এর পূর্ণরূপ কি?
উত্তর : বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।

প্রশ্ন ৪০. চতুর্থ সংশােধনী সংসদে কত তারিখে পাস হয়।
উত্তর : ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি।

প্রশ্ন ৪১. স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৭৩ সালের ৭ মার্চ।

প্রশ্ন ৪২. ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
উত্তর : ২৯৩টি।

প্রশ্ন ৪৩: জাসদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭২ সালের ৩১ অক্টোবর।

প্রশ্ন ৪৪:সাত-দলীয় সংগ্রাম জোট' কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭২ সালের ডিসেম্বর মাসে।

প্রশ্ন ৪৫:বাংলাদেশ কার আমলে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে।

প্রশ্ন ৪৬:সর্বপ্রথম জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দেন কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ৪৭:ভারতীয় সৈন্যবাহিনী কত সালে বাংলাদেশ ত্যাগ করে?
উত্তর : ১৯৭২ সালের ১২ মার্চ।

প্রশ্ন ৪৮. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর : ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।

প্রশ্ন ৪৯. ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন কে গঠন করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

প্রশ্ন ৫০. বাকশাল গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি ।

প্রশ্ন ৫১. বাকশালের গঠনতন্ত্র ঘােষণা করা হয় কত তারিখে?
উত্তর : ১৯৭৫ সালের ৭ জুন।

প্রশ্ন ৫২. বাকশালের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান ।

প্রশ্ন ৫৩. বিপ্লবী সৈনিক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : জাসদের অনুসারী সেনাসদস্যদের নিয়ে।

প্রশ্ন ৫৪. বাকশালের কার্যনির্বাহী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা কত?
উত্তর : কার্যনির্বাহী ১৫ জন এবং কেন্দ্রীয় কমিটি ১১৫ জন।

প্রশ্ন ৫৫. কত তারিখে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ আগস্ট।

প্রশ্ন ৫৬. জাতীয় শােক দিবস কোনটি?
উত্তর : ১৫ই আগস্ট।

প্রশ্ন ৫৭. বঙ্গবন্ধু সরকারের তিনটি সাফল্য উল্লেখ কর।
উত্তর : সংবিধান প্রণয়ন, শিক্ষা সংস্কার, শরণার্থী পুনর্বাসন।

প্রশ্ন ৫৮. কত সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হয়?
উত্তর : ১৯৭৩ সালের ১ জুলাই।

প্রশ্ন ৫৯. প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল?
উত্তর : ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল।

প্রশ্ন ৬০. বঙ্গবন্ধু কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন?
উত্তর : ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা

প্রশ্ন ৬১:পল্লী বিদ্যুতায়ন বাের্ড গঠন করেন কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url