ভাবসম্প্রসারন প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্থক

ভাবসম্প্রসারন: প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্থক।
ভাবসম্প্রসারন vabsomrosaron

মূলভাব : হৃদয়ের মধ্যে প্রেম-প্রীতি-ভালােবাসা আর মনের মধ্যে কাজ করার প্রত্যয় না থাকলে কখনােই সফল হওয়া যায় না।

ভাব-সম্প্রসারণ : মানুষ সৃষ্টির সেরা জীব। জ্ঞানে, কর্মে, পুণ্যে ও প্রীতিতে মানুষ তার জীবনকে সার্থক করে তােলে। বাঁচার জন্য মানুষ নীরবে সংগ্রাম করে।মানুষের বাঁচা তখনই সার্থক হয় যখন সে প্রীতির পরশে আপন আলয়ে স্বর্গ রচনা করতে পারে। ভােগ, ঐশ্বর্য, ক্ষমতা
মানুষের কাম্য হতে পারে কিন্তু এ সবে প্রকৃত সুখ নেই। মানুষ সুখ পায় প্রীতিময় সংসারে মমতাময় অনুভবে। তাই কবি বলেছেন- 
“প্রীতি প্রেমের পুণ্য বাধনে-
যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন-
 আমাদেরি কুঁড়েঘরে।”

 প্রীতি মানুষের জীবনে স্বর্গসুখ এনে দেয়। যে হৃদয়ে প্রীতি নেই, প্রেম নেই সে হৃদয় নিষ্ঠুর, নির্মম। বিধাতা মানুষকে বিবেক দিয়েছেন ভালােবাসার মাঝে এক সুন্দর জীবন গড়ে তােলার জন্য। মানুষ জীবনে ও কর্মে সার্থক হয় তখনই, যখন প্রীতি প্রেমের পুন্য বাঁধনে সে বাঁধা পড়ে। প্রীতিহীন যে হৃদয় সে হৃদয়ে শান্তি ও সুখ থাকতে পারে না। শান্তি ও সুখের জন্যে তথা সুষ্ঠভাবে বেঁচে থাকার জন্যে কাজ করতে হয় এবং প্রতিটি কাজই করতে হয় দৃঢ় প্রত্যয়ে ।কারণ কোনাে কাজ যদি অর্ধপথে পরিত্যক্ত হয়, তাহলে শ্রম, অর্থ, সময় সবই নষ্ট হয়। একনিষ্ঠভাবে সফল হবার প্রতিজ্ঞায় দৃঢ় হয়ে কোনাে কাজে হাত দিলে সে কাজ সুষ্ঠভাবে সমাধা হবেই। লক্ষ্যহীন, পরিণামহীন কর্ম মানুষকে গৌরব বা কৃতিত্ব কোনটিই এনে দিতে ।
পারে না।

মন্তব্য: তাই লক্ষ্য স্থির করে অধিক মনােবল নিয়ে কর্ম সম্পাদনে অগ্রসর হতে হবে। তাহলেই সফলতা আসবে, জীবন সার্থক হয়ে উঠবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url