ভাবসম্প্রসারন: স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে? পশু সেই জন

ভাবসম্প্রসারন: স্বদেশের উপকারে নাই যার মন।
কে বলে মানুষ তারে? পশু সেই জন।

মূলভাব : দেশপ্রেম ঈমানের অঙ্গ। যে নিজ দেশকে ভালােবাসে না, দেশের প্রতি যার মমতা নেই, সে মানুষরূপী পশু।

ভাব-সম্প্রসারণ : দেশের প্রতিটি মানুষের কাছে জন্মভূমি অত্যন্ত পবিত্র স্থান। কথায় আছে, “জননী জন্মভূমিশ্চ স্বাদপা গরায়সা অথাৎ জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। দেশকে ভালােবাসলে আমাদের জীবন হয় সার্থক। বিশেষের মধ্যেই নির্বিশেষের প্রকাশ। স্বদেশ-জননীর মধ্যেই।আমরা বিশ্বজননীর প্রতিমূর্তি দেখতে পাই। দেশপ্রেমেই বিশপ্রেমের উন্মেষ। দেশজননী মিশে আছে আমাদের দেহের সাথে । মাতৃভূমির কোলে লালিত হয়ে বেড়ে উঠি আমরা। অঙ্করণে কখনাে জন্ম নেয় না মাতৃভূমির ধন, রত্নের কথা। কবি বলেছেন-

জানি নে তাের ধনরতন
আছে কি না রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তােমার ছায়ায় এসে।
(জন্মভূমি : রবীন্দ্রনাথ ঠাকুর)

আমাদের দেহ-মন-প্রাণ, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-কল্পনা সবকিছুর সাথেই এ স্বদেশ চেতনা মিশে আছে। অথচ এমন কিছু লােক আমাদের মাঝে আছে যারা স্বদেশের জন্য কিছু ভাবে না, স্বদেশের কল্যাণচিন্তা করে না। দেশের সমূহ অকল্যাণ ও অপকর্ম দর্শনে তাদের চিত্ত থাকে নির্বিকার, প্রতিবাদ বিমুখ জাগ্রতহীন। তারা দেশ ও জাতির শত্রু। একমাত্র পশুর সাথেই তাদের তুলনা চলে। কেননা পশুর দেশপ্রেম বলে কিছু নেই।

মন্তব্য : জন্মভূমির প্রতি ভালােবাসায় প্রতিটি মানুষকে সদা জাগ্রত থাকতে হবে এবং দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। তবেই।মানুষ নামের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url