bcs mcq answer and qustion sheet - subject computer science 2020

Which of the following is not true?
a.Transistors are much smaller
b.Transistors produce low heat
c.Transistors were less reliable
d.Transistors were used in radios and other electronic devices
Ans.c
Hints: ট্রানজিস্টর আবিষ্কারের পর ইলেক্ট্রনিক্স জগতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর কারণে কম্পিউটারের দাম বহুগুণে বাস পেয়েছে। কম্পিউটারে দ্রুত গতি এসেছে। সুতরাং প্রদত্ত অপশন গুলাের মধ্যে C ভুল বা মিথ্যে ।
bcs mcq answer sheet
RAM- এর পূর্ন রুপ কি?
a.Red Access Memory
b.Random Access Memory
c.Reading Access Memory
d.Reading Available Memory
Ans.b

ALU is-
a.Arithmetic Logic Unit
b.Array Logic Unit
c.Application Logic Unit
d.None of the above
Ans.a
Hints: An ALU is a combinational digital electronic circuit that performs arithmetic
arud logic operation. A single CPU, FPU or GPU may contain multiple ALUS.

ALU stores the computed result immediately in-
a.Memory Address Register
b.PC
c.General Register
d.Accumulator
Ans.d
Hints: In a computer's central processing unit (CPL), an accumulator is a register in which intermediate arithmetic & logic results are stored.

Storage capacity of magnetic disk depends on-
a.tracks per inch of surface
b.disk pack in disk surface
c.bits per inch of tracks
d.All of them
Ans.d

The basic operations performed by a computer are-
a.Arithmetic operation
b.Storage and relative
c.Logical operation
d.All of them
Ans.d

Which of the Following storage devices can store maximum amount of data-
a.Floppy Disk
b.Compact Disk
c.Hard Disk
d.Magne.o Optic Disk
Ans.c

এগুলোর মধ্যে কোনটির সর্বোচ্চ ভ্যালু?
a.Giga-byte
b.Mega-byte
c.Tera-byte
d.Exa-byte
Ans.d
Hints : কম্পিউটারের সহায়ক স্মৃতি বা মেমােরির মধ্যে হার্ডডিক্স, ফ্লপি ডিক্স, সিডি,ভিসিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি রয়েছে। সহায়ক স্মৃতির মানের একককে সাধারণত মেগাবাইট (MB), গিগাবাইট (GB), টেরাবাইট (TB), পেটাবাইট (PB),এক্সা বাই (EB), ইত্যাদি এককে প্রকাশ করা হয়।

Which device uses a DMA Channel?
a.Modern
b.Network card
c.Sound Card
d.All of the above
Ans.c

Who invented the microprocessor?
a.Herman H Goldstein
b.Marcian E Huff
c.Joseph Jacquard
d.All
Ans.b

Which of the following memories need refresh?
a.DRAM
b.SRAM
c.ROM
d.All
Ans.a
Hints : DRAM (ডাইনামিক র্যাম)-এ বাইনারি বিট (০, ১) capacitor-এ বৈদ্যুতিক চার্জ আকারে জমা থাকে। এ র্যামের চিপের মধ্যে MOS Transistor দ্বারা capacitor তৈরি করা।
হয় যার ফলে ধারণত চার্জ সময় বাড়ার সাথে সাথে ডিসচার্জ হওয়ার প্রবণতা থাকে। এ জন্য নির্ধারিত সময় পরপর DRAM গুলাে রিফ্রেশিং এর মাধ্যমে চার্জ করে নিতে হয়।

Which of the following processors use RISC technology?
a.486dx
b.4865X
c.Power PC
d.6340
Ans.c

Which of the following is not an example of secondary storage device in computers?
a.Hard disks
b.RAM
c.Magnetic tape
f.Com Disc
e.None of these
Ans.b

CD-ROM stands for-
a.Compact Data Read Only Memory
b.Compact Disk Read Only Memory
c.Compactable Read Only Memory
d.Compactable Disk Read Only Memory
Ans.b
Hints : CD ROM-এর পূর্ণরূপ Compact Disk Read Only Memory.এটি একটি Optical Storage Device.


RAM ও ROM এর মধ্যে পার্থক্য কি?
a.অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষণ
b.স্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষণ ।
c.অস্থায়ী বনাম স্থায়ী তথ্য হস্তান্তর
d.স্থায়ী বনাম অস্থায়ী তথ্য হস্তান্তর
Ans.a
Hints : RAM ও ROM এর পূর্ণরূপ হলাে যথাক্রমে Randorra Access Meyraory ও Read Only Memory । RAM একটি অস্থায়ী মেমােরি । কম্পিউটারে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ চালিত
থাকে, ততক্ষণ র্যামে তথ্যসমূহ সংরক্ষিত থাকে। কিন্তু একটি স্থায়ী প্রকৃতির প্রধান মেমােরি যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে রক্ষিত তথ্যাদি মুছে যায় না।

কম্পিউটারের কোন মেমােরি কখনাে স্মৃতিভ্রংশ হয় না?
a.ROM
b.RAM
c.CD-ROM
d.Processor
Ans.a
Hints : কম্পিউটারের ROM (Read Only Memory) একটি স্থায়ী প্রকৃতির প্রধান মেমােরি ।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও ROM-এ রক্ষিত তথ্যাদি মুছে ফেলা যায় না অর্থাৎ স্মৃতিভ্রংশ হয় না ।

The primary additive colours of a colour monitor are -
a.Blue, magenta, green
b.Red, blue, yellow
c. Red, green, yellow
d.Red, green, blue
Ans.d

CRT হলো একটি-
a.Bus
b.Printer
c.Keyboard
d.Monitor
Ans.d
Hints : CRT হলাে cathode Ray Tube-এর বাংলা ক্যাথােড রাশ্মি। কম্পিউটার বা টিভি মনিটর হিসেবে পূর্বে এর বহুল প্রচলন ছিল। বর্তমানে CRT মনিটরের স্থান দখল করেছে LCD ও LED মনিটর।

ROM  কোন ধরনের স্মৃতি?
a.স্থায়ী
b.অস্থায়ী
c.র‌্যানডম
d.সহায়ক
Ans.a

অতিরিক্ত তথ্য ও প্রােগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়?
a.Input units
b.Output units
c.Secondary storage
d.CPU
Ans.c
Hints: কম্পিউটারের তাৎক্ষণিক প্রয়োজনে অতিরিক্ত তথ্য অর্থাৎ কম্পিউটার যা ব্যবহার
করে না কিন্তু ভবিষ্যতে কম্পিউটার বা কম্পিউটার ব্যবহারকারীর লাগতে পারে সেসব তথ্য জমা হয় সহায়ক মেমােরি বা স্টোরেজে।

যে প্রারম্ভিক প্রােগ্রাম স্টোর করার জন্য ROM লাগে সেটি কি?
a.Computer startup Loader
b.OS Version
c.Kernel
d.Bootstrap Loader
Ans.d
Hints : কম্পিউটারের EPROM, ROM অথবা অন্যকোনাে Non-Volatile (অনুদ্বায়ী বা
স্থায়ী) মেমোরিতে bootstrap loader program থাকে। কম্পিউটার চালু করার সময় অর্থাৎ booting এর সময় এটি চালু হয়। অর্থাৎ Bootstrap loading-এর জন্য ROM দরকার ।

Any data or instruction entered into the memory of a computer is considered as-
a.Storage
b.Output
c.Input
d.Information
Ans.d
Hints : কোনাে কম্পিউটারের স্মৃতিভাণ্ডারে যেকোনাে ধরনের ডেটা বা নির্দেশনা প্রবেশ
করলে তাকে information বলে । অর্থাৎ Data বা instruction-এর সমন্বিত রূপ যা কম্পিউটারের Meraory-তে থাকে তাই infortuation।

The brain of any computer system is-
a.ALU
b.CPU
c.Momory
d.Control Unit
Ans.b
Hints : কম্পিউটার মস্তিষ্ক বলতে CPU-কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়
কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU-তে । এটিই কম্পিউটারের সবকিছুর নিয়ন্ত্রক ALU, Control unit এবং Register,-এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয় ।

Which one of the following is an example of optical storage device?
a.Hard Disk
b.CD ROM
c.RAM
d.CPU
Ans.b

কোন কম্পিউটার মেমােরি কখনাে স্মৃতিভ্রংশ হয় না?
a.ROM
b.RAM
c.PROM
d.EPROM
Ans.a

কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়।
a.মাউস।
b.বাস।
c.স্ক্যানার
d.ইনফরমেশন সুপার হাইওয়ে
Ans.b

উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
a.ইনপুট
b.আউটপুট
c.পাওয়ার সাপ্লাই
d.ডেটা বাস।
Ans.d

কোন মেমােরি অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়?
a.RAM
b.PROM
c.EPROM
d.EEPROM
Ans.b
Hints : MROM (Mask Programmable Read Only Memory) & PROM একবার মাত্র ব্যবহার করা যায়। এদেরকে অনুধ্যায়ী (Not volatile) বা স্থিতিশীল মেমােরি বলা হয়। প্রশ্নে ‘অস্থিতিশীল' এর স্থলে অনুদ্বায়ী’ হলে সঠিক হতাে । EPROM ও EEPROM-এর লেখা অতিবেগুনী রশ্মি
ব্যবহার করে মােছা যায় ও তাদেরকে পুনরায় ব্যবহার করা যায় । RAM হলাে অস্থায়ী, অস্থিতিশীল ব্য উয়ায়ী (Volatite) মেমোরি। এতে সংরক্ষিত ডেটা কম্পিউটার বন্ধ করলে মুছে যায় বা হারিয়ে যায়।

Which of the following memory is non-volatile?
a.ROM
b.DRAM
c.SRAM
d.None of these

Hints: Non-Volatile - এর অর্থ অনুদ্বায়ী বা স্থায়ী।সুতারং Non-Volatile memory বলতে স্থায়ী মেমোরিকে বুঝায় । কম্পিউটারের স্থায়ী মেমােরি হলে ROM.এ মেমােরিতে সংরক্ষিত ডেটা অপরিবর্তনীয় ।

Altange in ascending (Highest to lowst) order the units of memory TB, KB, GB, MB-
a.TB > MB > GB > KB
b.MB >GB >TB > KB
c.TB >GB > MB > KB
d.GB > MB > KB >TB
Ans.c
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url