চাকরি পরীক্ষার প্রস্তুতি MCQ and Answer - বিষয় কম্পিউটার সাইন্স 2020

The brain of a computer within the CPU is--
a.ALU
b.Josephson
c.Register
d.Control Unit
Ans.a
চাকরি পরীক্ষার প্রস্তুতি

ব্যাখ্যা:কম্পিউটারের CPU (Coritral Processing Units) তিনটি অংশের সমন্বয়ে
গঠিত। যথা : ALu (Arithmetic Logic units), Control unit এবং Register।এখানে ALU গাণিতিক যুক্তির কাজ করে। একে কম্পিউটারের Brain বা মস্তিষ্কস্বরূপ।তবে সামগ্রিকভাবে CPU-ই হলাে কম্পিউটারের মস্তিষ্ক'।

নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?
a.মাউস।
b.মনিটর।
c.সিপিইউ
d.পাওয়ার পয়েন্ট
Ans.d
ব্যাখ্যা: কম্পিউটারের বাহ্যিক কাঠামাে যা হাত দ্বারা স্পর্শ করা যায় তাকে হার্ডওয়্যার বলে। যেমন- মাউস, মনিটর, সিপিইউ ইত্যাদি। অন্যদিকে পাওয়ার পয়েন্ট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

নিচের কোনটি কম্পিউটারের মেমােরি ডিভাইস নয়?
a.Hard disk
b.Floppy disk
c.Compact Disk
d.Memory Card
Ans.d
ব্যাখ্যা; কম্পিউটারের মেমােরি দুই প্রকার। যথা— ১.প্রধান (primary) মেমােরি ও ২. সহায়ক (Secondary) মেমােরি । RAM ও ROM প্রধান মেমােরির অন্তর্ভুক্ত। হার্ড ডিক্স, ফ্লাশ ডিক্স, ফ্লপি ডিক্স, চৌম্বক ড্রাম, সিডি, ডিভিডি হলাে সহায়ক মেমােরি ।সিডি-এর পূর্ণরূপ হলাে কম্প্যাক্ট ডিক্স (Compact Disk) । মেমােরি কার্ড হলাে একটি external মেমােরি ডিভাইস যা সাধারণত মােবাইল ফোনে ব্যবহার করা হয়।

কম্পিউটারের মূল মেমােরি তৈরি হয় কি দিয়ে?
a.আয়রন ।
b.সিলিকন
c.কার্বন।
d.অ্যালুমিনিয়াম।
Ans.b
ব্যাখ্যা: কম্পিউটারের মূল মেমােরি সিলিকন চিপ দিয়ে তৈরি ।

VDU এর পূর্ণরূপ হচ্ছে—
a.Video Display Unit
b.Display Unit
c.Video Device Unit
d.Visual Display Unit
e.Visual Device Unit
Ans.c

নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?
a.ফ্যাক্স
b.ই-মেইল
c.টেলিফোন।
d.টেলিভিশন।
Ans.b

RAM কোথায় লাগানাে থাকে?
a.এক্সপানশন বাের্ডে
b.এক্সটার্নাল ড্রাইভে
c.মাদার বাের্ডে
d.সবগুলাে
Ans.c
ব্যাখ্যা:RAM বা (Random access memory) মাদার বাের্ডের মেমােরি স্নটে লাগানাে থাকে।

CD-ROM এর পূর্ণরূপ কি?
a.Computer Disc Run Only Memory
b.Computer Drive Read Only Memory
c.Computer Disc Read Only Memory
d.Computer Drive Run Only Memory
Ans.c

১কিলােবাইট =?
a. ১০২৪ বাইট
b.১০২৮ বাইট
c.১০০০ বাইট
d.১০১২ বাইট
Ans.a
ব্যাখ্যা:কম্পিউটার মেমােরিতে বাইটের সংখ্যাকে তার ধারণ ক্ষমতা বলে । একে প্রকাশ করা হয় বাইট, কিলােবাইট, মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি দ্বারা, ১ কিলােবাইট = ১০২৪ বাইট।

কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয়—
a.বাইট-এ।
b.মিলিমিটারে
c.ইঞ্চিতে।
d.বিট-এ।
Ans.a
ব্যাখ্যা: কম্পিউটারে সকল শব্দই (তথ্য) থাকে ০ বা ১ বিট হিসেবে। ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়। কোনাে শব্দে যতগুলাে বিট থাকে সেই সংখ্যাকে বলে শব্দ দৈর্ঘ্য। সাধারণত শব্দ দৈর্ঘ্য ৮ গুণিতকে ৮ থেকে ৬৪ বিটে হয়। অর্থাৎ বাইট হলাে
বাইনারী পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক।

নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমােরি-a.হার্ডডিস্ক
b.ফ্লপি ডিস্ক
c.র‌্যাম
d.সিডি।
ans.c
(ব্যাখ্যা) যে মেমােরির সঙ্গে অ্যারেথমেটিক লজিক্যাল ইউনিট (ALU) প্রত্যক্ষভাবে অ্যাকসেস থাকে তাকে প্রধান মেমােরি বলে। এটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমােরি ।কিন্তু ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক ও সিডি প্রভৃতি সহায়ক বা গৌণ মেমােরি যা এক্সটার্নাল মেমােরি হিসেবে বিবেচিত ।

নিচের কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়?
a.ফ্লপি ডিস্ক
b.নেটওয়ার্ক ড্রাইভ
c.সিডি রম
d.উপরের সবগুলাে
Ans.d

কম্পিউটার মেমােরি' বলতে কি বুঝায়?
a.কম্পিউটার ব্রেইন ।
b.তথ্য সংগ্রহের স্থান
c.কম্পিউটার সফটওয়্যার।
d.কোনােটি নয়।
Ans.c
ব্যাখ্যা:কম্পিউটারের প্রসেসকৃত ডেটা বা উপাত্ত ভবিষ্যতে ব্যবহার করার জন্য যে অংশে সংরক্ষিত হয় তাকে কম্পিউটারের স্মৃতি বা মেমােরি বলে । তথ্য সংগ্রহ বা সংরক্ষণের জন্য মূলত সেকেন্ডারি মেমােরি যেমন, HDD, Flash Disk, Optical Disk,SSD ইত্যাদি ব্যবহৃত হয়।

কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমােরি?
a.Hard Disk
b.Pendrive
c.RAM
d.HDD
Ans.c
(ব্যখ্যা) যে মেমােরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত থাকে তাকে প্রধান মেমােরি বা প্রাইমারি মেমোরি বলে । RAM ও ROM হলাে কম্পিউটারের প্রাইমারি মেমােরি ।

কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
a.৩টি
b.৪টি
c.৫টি
d.৬টি
Ans.a
ব্যাখ্যা:সাধারণত কম্পিউটার সিস্টেমের দুটি প্রধান অংশ থাকে যথা- হার্ডওয়্যার ও সফটওয়্যার। প্রাথমিকভাবে হার্ডওয়্যারে আবার তিনটি অংশ থাকে যথা : প্রােগ্রাম বা ডেটা গ্রহণকারী অংশ (Input unit), কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU), ফলাফল পাওয়ায় ইউনিট (Output unit)

All the logical and mathematical calculations are performed by the computer by its:
a.Mother board
b.Memory
c.Hard disk
d.CPU
Ans.d

মেমােরি ও ALU-এর মধ্যে সংযােগ স্থাপন করে—
a.কিবাের্ড
b.র্যাম।
c.কন্ট্রোল ইউনিট
d.মাউস।
Ans.c
ব্যাখ্যা:মেমােরি অর্থাৎ সিপিইউ'এ-র রেজিস্টার ও গাণিতিক যুক্তি অংশের (ALU) মধ্যে ডেটার আদান প্রদান তদারকি করে এবং ALU-কে নির্দেশনা প্রদান করে কন্ট্রোল ইউনিট।

কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে –
a.স্টার্ট আপ ডিস্ক
b.কম্প্যাক্ট ডিস্ক
c.হাইডেনসিটি ডিস্ক
d.ম্যাগনেটিক ডিস্ক
Ans.a

ডিভিডি কোন ধরনের স্মৃতি?
a.প্রধান স্মৃতি
b.সহায়ক স্মৃতি।
c.অস্থায়ী স্মৃতি
d.স্থায়ী স্মৃতি
e.কোনােটিই নয়
Ans.b
ব্যাখ্যা: কম্পিউটারের স্মৃতিকে প্রধানত দুটিভাগে ভাগ করা হয় । ১, প্রধান স্মৃতি ও ২ সহায়ক স্মৃতি। প্রধান স্মৃতির দুটি RAM ও ROM । সহায়ক স্মৃতির মধ্যে রয়েছে HDD, Floppy Disk, CD, DVD, Pen drive.

এক বাইট (byte) সমান—
অথবা, ১ বাইটে বিটের সংখ্যা কত?
a.4 বিট
b.6 বিট
c.7 বিট
d.৪ বিট
Ans.d
(ব্যাখ্যা) কম্পিউটার মেমরিতে বাইটের সংখ্যাকে তার ধারণ ক্ষমতা বলে । ৮ বিট (Bit) = ১
বাইট (Byte), ১ কিলােবাইট (KB) = ২১০ বাইট বা ১০২৪ বাইট, ১ মেগাবাইট (MB) = ২২০ বাইট বা ১০২৪ কিলােবাইট ১ গিগাবাইট (GB) = ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।

কম্পিউটার মেমােরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
a.Read out
b.Read from
c.Read
d.উপরের সবগুলােই
Ans.c
ব্যাখ্যা: কম্পিউটারে আমরা যখন কোনাে তথ্য রাখি, তা কম্পিউটার মেমােরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমােরি থেকে read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। সুতরাং উত্তর হবে (c) অর্থাৎ Read।

RAM কী?
a.অস্থায়ী মেমােরি ।
b.স্থায়ী মেমােরি
c.সহায়ক মেমােরি
d.হার্ডডিস্ক
Ans.a
ব্যাখ্যা: RAM -এর পূর্ণরূপ Random Access memory। এটি কম্পিউটারের অস্থায়ী বা volatile বা উদ্বায়ী মেমােরি। কম্পিউটারের পাওয়ার চলে গেলে এ স্মৃতিতে রক্ষিত সকল তথ্য হারিয়ে যায় বা মুছে যায়।

১ মেগাবাইট = কত কিলােবাইট?
a. ১০০০
b. ৫১২
c. ১০২৬
d.১০২৪
Ans.d

কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে?
a.ALU
b.Memory
c.CPU
d.Control Unit
Ans.c

8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
a.৪
b.16
c.32
d.উপরের কোনােটিই নয়।
Ans.b
ব্যাখ্যা:১৯৭৮ সালে তৈরিকত ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরটি ১৬ বিটের প্রথম মাইক্রো প্রসেসর।

নিচের কোন মেমােরিটি Non-volatile?
a.SRAM
b.DRAM
c.ROM
d.উপরের সবগুলােই
Ans.c
(ব্যাখ্যা) বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমােরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় তাদেরকে Volatile বা উদ্বায়ী মেমােরি বলে। এরূপ মেমােরি হলে DRAM, SRAM. SD-RAM প্রভৃতি।অপরদিকে Not-volatile মেমােরি হলাে সেগুলাে যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না। যেমন ROM একটি অনুদ্বায়ী মেমােরি ।

নিচের কোন উক্তিটি সঠিক?
a.১ কিলােবাইট = ১০২৪ বাইট
b. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
c.১ কিলােবাইট = ১০০০ বাইট
d. ১ মেগাবাইট = ১০০০ বাইট
Ans.a

নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমােরি?
a.RAM
b.Hard Disk
c.Pen drive
d.কোনােটিই নয় ।
Ans.a
ব্যাখ্যা: যে মেমোরির সঙ্গে সিপিইউর অন্তর্গত ALU-র প্রত্যক্ষ অ্যাকসেস থাকে তাকে প্রাইমারি বা প্রধান মেমােরি বলে। বর্তমানে কম্পিউটারের মেমােরি বলতে প্রধান মেমােরিকেই বুঝায় । প্রাইমারি স্টোরেজ ডিভাইসের জন্য তিন ধরনের মেমােরি হলাে-1. Main Memory; 2. CPU Register এবং Cache Memory.প্রধান মেমােরির মধ্যে RAM-ই প্রধান। সকল ধরনের রিড/রাইট মেমােরি (DRAM.SRAM, SDRAM ইত্যাদি) ও রিড অনলি মেমােরি (ROM) প্রধান মেমােরির অন্তর্ভুক্ত। Pen drive, HDD অথবা CD-RW/DVD-RW সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বা মেমােরি (Non-volatile) ।

কম্পিউটারের মূল মেমােরি তৈরি হয় কি দিয়ে?
a.এলুমিনিয়াম
b.প্লাসটিক
c.সিলিকন
d.কোনােটিই নয়
Ans.c

কম্পিউটার মেমােরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
a.Read-out
b.Read from
c.Read
d.উপরের সবগুলােই
Ans.c

প্রােগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
a.RAM
b.Clipboard
c.Terminal
d.Hard Disk
Ans.a

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
a.RAM
b.ROM
c.হার্ডওয়্যার
d.সফটওয়্যার
Ans.b

০১. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
a.OMR
b.OCR
c.MICR
d.Scanner
Ans.c
ব্যাখ্যা: MICR (Magnetic Ink Character Recognition)প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা (চেক বা ডকুমেন্ট) সরাসরি ইনপুট হিসেবে নেয়ার প্রযুক্তি । (OMR) কাগজে দাগানো চিহ্ন
শনাক্ত করে । OCR মুদ্রিত বা হাতে লেখা টেক্সটকে মেশিন পাঠযোগ্য টেক্সট-এ রূপান্তরিত করে । আর scanner লেখা, ছবি বা বস্তুর আকৃতিকে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে ।

CPU কোন address generate করে?
a.Physical address
b.Logical address
c.Both physical and logical addresses
d. উপরের কোনটি নয়।
Ans.b
ব্যাখ্যা:কম্পিউটারে তথ্যসমূহ মেমোরি ও রেজিস্টারের মাধ্যমে সংরক্ষিত থাকে ।এক্ষেত্রে এটা নির্দিষ্ট address-এর মাধ্যমে সংরক্ষিত হয়। কম্পিউটারে logical address ও physical address নামক দুই ধরনের address ব্যবহৃত হয় Logical address একটি Virtual address, যা CPU দ্বারা তৈরি হয়।আর প্রত্যেক logical address এর জন্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ব্যবহার করে তৈরি হয় physical address.

কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
a.address bus
b.input-reader bus
c.dat bus
d.control bus
Ans.
[Note : কম্পিউটার বাস মূলত ২ প্রকার। যথা- ১. সিস্টেম বাস ও ২. এক্সপানশন বাস ।
আবার তিন ধরনের  System Bus - Address bus, data bus, control bus.Input-reader-bus বলতে কোনাে bus হয় না । Option (গ)-এ উল্লিখিত dat -এর স্থলে ‘data' শব্দটি হলে সঠিক উত্তর হতাে (খ) input-reader-bas ]

EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতাে?
a.RAM
b.ROM
c.Mercury Delay Lines
d.Registors

ব্যাখ্যা: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলক ও তার দল প্রথম প্রজন্মের EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) নির্মাণ করেন। এর সংরক্ষণ স্মৃতি হিসেবে মার্কারি ডিলে লাইন মেমোরি ব্যবহৃত হয়েছিল ।

কম্পিউটার সিপিইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
a.এ, এল, ইউ (ALU)
b.কন্ট্রোল ইউনিট (control unit)
c.রেজিস্টার সেট (Register set)
d.কোনােটিই নয় ।
Ans.a
ব্যাখ্যা: কম্পিউটারের CPU (Central Processing Unit) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের
অংশ তিন ভাগে বিভক্ত। যথা : গাণিতিক যুক্তি ইউনিট বা নিয়ন্ত্রণ ইউনিট ও রেজিস্টার। এখানে ALU বা গাণিতিক যুক্তি ইউনিট গাণিতিক সিদ্ধান্তের কাজ করে।

ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলাে চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
a.২৫৬ টি
b.৪০৯৬টি
c.৬৫৫৩৬টি
d.৪২৯৪৯৬৭২৯৬টি
Ans.c
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url